এসএসসিতে নকলে সহায়তা, তিন শিক্ষকের কারাদণ্ড

হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের লিখিত উত্তরপত্র সরবরাহের অভিযোগে এক কেন্দ্রসচিবসহ তিন শিক্ষককে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2020, 06:24 PM
Updated : 9 Feb 2020, 06:24 PM

রোববার রাত ১০টায় শহরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

দণ্ডিতরা হলেন পঞ্চাশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক কেন্দ্র সচিব মো. নাছির উদ্দিন, শিক্ষক কামাল উদ্দিন ও শিক্ষক দ্বিপন চন্দ্র পাল।

ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে ওই তিন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে লিখিত উত্তরপত্র সরবরাহ করেছেন।

“পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশসহ সংশ্লিষ্টদের নজরে এলে তাদের আটক করে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়।”

নাছির বলেন, রাত ১০টায় ঘটনায় সম্পৃক্ত থাকার কথা তারা স্বীকার করেছেন। পরে তাদেরকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে ১২৭টি লিখিত উত্তরপত্র জব্দ করা হয় বলেও নাছির জানান।

হবিগঞ্জ জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, অসাধু উপায় অবলম্বন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমান আদালত চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো. জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহু উল্লাহ প্রমুখ।