রাজশাহীতে ‘বৈদ্যুতিক শর্টসার্কিট’ থেকে দোকানে অগ্নিকাণ্ড

রাজশাহী শহরে মোবাইল ফোনের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2020, 06:41 AM
Updated : 9 Feb 2020, 06:41 AM

রাজশাহী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রশিদ জানান, শহরের রানীবাজার এলাকায় রোববার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দোকানের মালিক অঞ্জন কুমার চৌধুরী নামে এক ব্যক্তি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ‘হ্যালো রাজশাহী টু’ নামের এই দোকানে ভিভো ও মটোরোলা মোবাইল ফোনসেট এবং মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ বিক্রি হয়। সকালে দোকান খোলার পর একজন কর্মচারী বিদ্যুতের সুইচ অন করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে ওই কর্মচারী দ্বগ্ধ হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।