জনবল ছাড়াই চালু হলো শেরপুর সদর হাসপাতাল

শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 05:41 PM
Updated : 8 Feb 2020, 05:41 PM

শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।

এ সময় আতিউর রহমান আতিক সাংবাদিকদের বলেন, নতুন এ অত্যাধুনিক হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, পুরুষ ও মহিলাদের অপারেশনসহ নানান সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

“আমরা আশা করতেছি অচিরেই আমাদের স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন করবেন। নতুন অবস্থায় যে সমস্ত সমস্যা আছে আমরা দ্রুত সময়ের মধ্যে সমাধান করব।

“আমার দৃঢ় বিশ্বাস শেরপুর থেকে কোন রোগী ময়মনসিংহ যেতে হবে না।”

২০১৮ সালের ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন। তবে নানা সমস্যার কারণে কার্যক্রম শুরু করেনি কর্তৃপক্ষ।

জেলার সিভিল সার্জেন্ট ড. এ কে এম আনোয়ারুল রউফ জানান, একশ শয্যার হাসপাতালে ৩৮ জন চিকিৎসক থাকার কথা।

“সেখানে এ হাসপাতালে দায়িত্বে রয়েছেন মাত্র ১৯ জন।

১শ শয্যার সুবিধা নিশ্চিত না করেই, জনবল ছাড়াই শনিবার সদর হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরু হয়েছে বলেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, বিএমএ’র সভাপতি এম এ বারেক তোতা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়ের আহম্মেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্বাচিপ’র সভাপতি ডা. নাদিম হাসান প্রমুখ।

পরে হুইপ আতিকসহ আমন্ত্রিত অতিথিরা হাসপাতালটি পরিদর্শন করেন এবং হাসপাতাল চত্বরে ফলের গাছ লাগান।