জলসীমায় ১২ ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী আটক

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশের দায়ে ১২ জন ভারতীয় জেলেকে এক মাছ ধরার ট্রলারসহ আটক করেছে কোস্টগার্ড।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 01:57 PM
Updated : 8 Feb 2020, 03:58 PM

শনিবার সন্ধ্যায় মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোস্টগার্ড সদস্যরা আগের দিন বিকালে একটি ট্রলারসহ আটক ১২ ভারতীয় জেলেকে তাদের কাছে হস্তান্তর করেছে।

“রোববার আটক জেলেদের আদালতে পাঠানো হবে।“

এদিকে, তাদের আটকের বিবরণ দিতে গিয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম জানান, বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী ট্রলারটি দ্রুতগতিতে ভারতীয় জলসীমার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

“এ সময় কোস্টগার্ডের জাহাজ পিছু ধাওয়া করে এফবি সুদ্বীপ নামের ট্রলারটিকে ধরে ফেলে। ট্রলারে থাকা ১২ জেলেকেও আটক করে।

তাদের শুক্রবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করা হয়।