সাতক্ষীরায় বরজ থেকে ‘পান ছেঁড়ায় মারধর’ কিশোরকে

সাতক্ষীরায় বরজ থেকে পান ছিঁড়ে নেওয়ায় এক কিশোরকে পিছমোড়া করে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 04:37 AM
Updated : 8 Feb 2020, 10:01 AM

এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে, খবর পেয়েও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

১৩ বছর বয়সী এই কিশোরের বাড়ি জেলার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায়।

কিশোরের বাবার অভিযোগ, তার ছেলে এলাকার সমর সরদারের বরজ থেকে কয়েকটা পান ছিঁড়েছিল। এ কারণে শুক্রবার বিকালে সমর তাকে পিছমোড়া করে বেঁধে মারধর করেন। তারপর তাকে পিছমোড়া করে বাঁধা অবস্থায় এলাকায় ঘুরিয়ে নিয়ে বেড়ান সমর ও তার লোকজন।

তবে সমর সরদার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, তিনি শিশুকে ধরলেও মারধর করেননি।

স্বজনরা খবর পেয়ে রাত ৮টার দিকে সখিপুর মোড়ের সিরাজুলের চায়ের দোকান থেকে তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বলে কিশোরের বাবা জানান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিপ্লব মণ্ডল বলেন, শিশুটি এখনও চিকিৎসাধীন। তার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।