কক্সবাজারে বাস উল্টে চারজনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীসহ চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2020, 07:29 PM
Updated : 8 Feb 2020, 09:17 AM

শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান জানান।

নিহতরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী ঝর্ণা বেগম (৩৫), সোনাইমুড়ির বাসিন্দা আব্দুল বারেকের ছেলে আবু সুফিয়ান (৩৮), বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনিরুজ্জমান সম্রাট (২৫) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার মোহাম্মদ আবছারের ছেলে সাজেদ উল্লাহ (২৬)।

আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেমি পুলিশ।

এসআই আনিছুর বলেন, রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের একটি বাস বানিয়ারছড়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি উল্টে চাপা পড়ে চার জনের মৃত্যু হয়।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আনিছুর জানান, নিহতদের লাশ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালাচ্ছেন।