নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘হালকা র‌্যাগিংয়ে’ দুই শিক্ষার্থী হাসপাতালে

র‌্যাগিং-এ নির্যাতনের শিকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2020, 04:00 PM
Updated : 9 Feb 2020, 05:52 PM

শুক্রবার হাসপাতালে ওই শিক্ষার্থীদের দেখে আসার পর বিকালে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী বলেন, “আমরা ধারণা করতে পারি তারা হাল্কা র‌্যাগিং-এর শিকার হতে পারে।”

বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটির আহ্বায়ক ছাত্রবিষয়ক উপদেষ্টা শেখ সুজন আরো বলেন, “আগামী রোববার তদন্ত করে বের করব- কেন এমন হয়েছে।” 

তবে শিক্ষার্থীদের দেখতে যাওয়া এ বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষক ও সহকারী প্রক্টর আল জাবির বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এটি স্পষ্ট যে তাদের ওপর মানসিক চাপ প্রয়োগ করা হয়েছে এবং এতে তারা ভীত হয়ে পড়েছে।

“এ মানসিক নির্যাতন যারা করেছে; তাদের বিচার না করতে পারলে আমি সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করব।”

আল জাবির জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যবিশিষ্ট একটি অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠন করেছে।

এ কমিটির আহ্বায়ক ছাত্রবিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী, সদস্য সচিব প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, সদস্য অগ্নিবীণা হলের প্রভোস্ট মাসুদ চৌধুরী ও দোলন চাঁপা হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ও ফেইসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নির্যাতন করার ঘটনা র‌্যাগিং নামে পরিচিত। সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং এর নির্যাতনের ঘটনায় করা রিটের শুনানি শেষে উচ্চ আদালত সব শিক্ষা প্রতিষ্ঠানে এই র‌্যাগিং বিরোধী কমিটি করতে সরকারকে নির্দেশ দিয়েছে।

দুই শিক্ষার্থীর ঘটনার বিবরণ দিতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী জানান, গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চেকপোস্টের পাশে একটি ছাত্রীনিবাসে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রথমবর্ষের এক ছাত্রীকে ‘ম্যানার শেখানোর’ নামে মাত্রাতিরিক্ত র‌্যাগিং করা হয়। এতে মানসিক চাপে মাথা ঘুরে পড়ে যান তিনি।

এ সময় তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় এরপর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দিচ্ছেন বলে জানান শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা আরো জানান, একাধিকবার র‌্যাগিং এর শিকার হয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথমবর্ষের আরেক ছাত্র বৃহস্পতিবার রাতে অজ্ঞান হয়ে যায় এবং তার খিচুনি শুরু হয়।

এ পরিস্থিতিতে তাকেও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “র‌্যাগিংয়ের ভয়ে ক্যাম্পাসে ক্লাস করতে আসেন না অনেক নবীন শিক্ষার্থী। এ র‌্যাগিংয়ের ভয়ে অনেকে ছাত্রবাস ছেড়ে বাড়িতেও চলে গেছেন। “

এদিকে বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সন্তান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন জানান, র‌্যাগ বা মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার সকাল ১০টায় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ এবং মুক্তিযোদ্ধা সন্তান ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হবে।

র‌্যাগিং এর শিকার শিক্ষার্থীদের চিকিৎসার খরচ মেটাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।