গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ অনুমোদনের দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি বন্ধের নির্দেশনা প্রত্যাখ্যান ও বিভাগটির অনুমোদন দাবি করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।  

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2020, 07:38 AM
Updated : 7 Feb 2020, 07:38 AM

বৃহস্পতিবার ইউজিসির এক সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়টিতে আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে আর কোনো শিক্ষার্থী ভর্তি করা হবে না।

ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার রাত ১০টা থেকে তিন ঘণ্টা প্রশাসনিক ভবনের নিচে বিক্ষোভ করে।

এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, “ইতিহাস বিভাগ আমাদের অস্তিত্ব। আমরা চাই না এই বিশ্ববিদ্যালয়ে বিভাগটি বন্ধ হয়ে যাক।”

ইতিহাস বিভাগকে ইউজিসি অনুমোদন না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন একই বর্ষের আরেক শিক্ষার্থী কারিমুল হক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. শাহজাহান বলেন, ইউজিসির এক সভায় বিভাগটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুষ্ঠুভাবে সমাপ্ত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঞ্জুরি কমিশনের অনুমোদন না নিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে ইতিহাস বিভাগ চালু হয়। এই বিভাগকে গত তিনটি শিক্ষাবর্ষে মোট ৪১৩ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে বলে জানিয়ে রেজিস্ট্রার মো. নূরউদ্দিন আহমেদ জানান।

গত ৩০ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করেন।