দলে ভেড়া বিএনপি নেতাদের পদ থেকে বাদ দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

‘পিঠ বাঁচানোর জন্য’ আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপি নেতাদের দলীয় সবস্তরের পদ থেকে সরানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2020, 05:05 PM
Updated : 6 Feb 2020, 05:05 PM

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তথ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের পরে বিএনপির যেসব নেতাকর্মীরা পিঠ বাঁচানোর জন্য দলে এসেছে তারা যেন কোনোক্রমেই দলীয় পদ না পায়। যারা পদে রয়েছেন তাদেরকেও বাদ দিতে হবে।

“এমনকি গত নির্বাচনগুলোতে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তাদেরও কোন ইউনিটের সভাপতি-সম্পাদকের পদ দেওয়া যাবে না।”

ইভিএমে ঢাকার সিটিকরপোরেশন নির্বাচনের বিএনপির সমালোচনার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, “ইভিএমে ভোট কারচুপি তো দূরের কথা আঙুলের ছাপ না মিললেও ভোট দেওয়ার সুযোগ নাই।

“স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারসহ জাতীয় পর্যায়ের কয়েকজন নেতার আঙুলের ছাপ না মেলার কারণে ভোট দিতে সমস্যায় পড়তে হয়েছে। অথচ এ নিয়ে বিএনপির সমালোচনার শেষ নেই। বিএনপি সব সময় প্রযুক্তির বিরুদ্ধে।”

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট হওয়ার কারণে এখন আর কোনো দলেরই পোলিং এজেন্ট দরকার হওয়ার কথা না। কারণ ইভিএম নিজেই পোলিং এজেন্ট হিসেবে কাজ করে বলেন এই আওয়ামী লীগ নেতা।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হেসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, আক্তার জাহান, মেরিনা জাহান কবিতা, জেলার সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৪ আসনের এমপি প্রকৌশলী এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি ডা. মুনসুর রহমান, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা প্রমূখ।