এসএসসি: প্রশ্নপত্রে শিক্ষার্থীরা উত্তর লেখায় জরিমানা শিক্ষকের

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে জরিমানা ও দায়িত্ব থেকে  অব্যাহতি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কু‌মিল্লা প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2020, 04:19 PM
Updated : 6 Feb 2020, 04:34 PM

বৃহস্পতিবার কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন, মো. দেলোয়ার হোসেন (৩৭) ও মো. জহিরুল ইসলাম (৩৩)। তারা চা‌ন্দিনার কেরণখাল স্কুল এন্ড কলেজ ও কংগাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বলেন, “পরীক্ষার হলে শিক্ষার্থীরা প্রশ্নের মধ্যেই সমাধান লিখছিল। যা এক ধরনের অপরাধ কিন্তু হলের দায়িত্বে থাকা দুই শিক্ষক এমন অপরাধমূলক কাজ বন্ধে কোন ভূমিকা নেননি। দুই শিক্ষক দায়িত্বে অবহেলা করেছেন।

“এ জন্য তাদেরকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা এবং পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

এ বছর এসএসসি পরীক্ষায় আর কোন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে না বলেও জানান তিনি।

পাবলিক পরীক্ষায় সংঘটিত অপরাধ আইন ১৯৮০ অনুযায়ী তাদেরকে এ সাজা দেওয়া হয়।

স্থানীয় ব‌শিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার ইংরেজী প্রথমপত্র পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা প্রশ্নের উপর উত্তর লিখছিল। কিন্তু হলের দায়িত্বে থাকা দুই শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্নের উপর উত্তর লেখা বন্ধে কোন ভূমিকা রাখেননি।

বিষয়টি নজরে আসলে তাৎক্ষ‌ণিকভাবে ব্যবস্থা নেন নির্বাহী ম্যাজিস্টেট।