চাঁপাইনবাবগঞ্জে গান পাউডারসহ ১০ শিবির গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে এক মাদ্রাসায় হানা দিয়ে ছাত্র শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2020, 03:02 PM
Updated : 6 Feb 2020, 03:12 PM

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী এলাকায় ওই মাদ্রাসায় অভিযানকালে তাদের কাছ থেকে পাঁচশ গ্রাম গান পাউডার, আটটি হামবোমা, ছয়টি হাসুয়া ও পাঁচটি জেহাদি বই উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-জেলা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি, শিবির কর্মী জোবায়ের ইসলাম, আব্দুল বারি, ইকবাল হোসেন, বোরহান উদ্দিন, গাজী আবদুল হান্নান, শহিদুল ইসলাম, আবুজার গিফারী, রাসেল আলী এবং আয়াতুল্লাহ খোমেনী।

সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপন বৈঠক করার সময় পৌর এলাকার নামোশংকরবাটী হেফজুল কামিল মাদ্রাসার ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

“এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গান পাউডার, আটটি ককটেল, ছয়টি হাসুয়া ও পাঁচটি জেহাদি বই পাওয়া যায়।”

সে সময় এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

১৯৭১ সাল পর্যন্ত জামায়াতে ইসলামির ছাত্রসংগঠনের নাম ছিল ইসলামী ছাত্রসংঘ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়ে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ দেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য জামাত ও এর অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধ হয়ে যায়। পরে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি নতুন নাম ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ নাম নিয়ে গঠিত হয় জামাতের ছাত্র সংগঠনটি।