যশোরে ট্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

যশোরে ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত ও তার সহকারী আহত হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2020, 02:17 PM
Updated : 6 Feb 2020, 04:27 PM

এ সময় ট্রেনের ইঞ্জিনটি মারাত্মক ক্ষতিসাধিত হয়েছে। দুর্ঘটনার পর খুলনার সাথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার বিকালে যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়ার অদূরে ভৈরব সেতু সংযোগ এলাকায় এ দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ ও রেলকর্মকর্তা জানিয়েছেন।

নিহত ট্রাক চালক আনিসুর রহমান গাজী (৪০) এবং আহত সহকারী সাইফুল ইসলাম (৩০)। তাদের দুইজনের বাড়ি গোপালঘঞ্জের কাশিয়ানীতে।

রেলওয়ের নওয়াপাড়া স্টেশন মাস্টার মহসিন রেজা জানান, বৃহস্পতিবার বেনাপোল থেকে ছেড়ে বেতনা এক্সপ্রেস ট্রেনটি বেলা আনুমানিক ১১টায় নওয়াপাড়ার ভাঙ্গা গেট এলাকা অতিক্রম করছিল। এ সময় ভৈরব সংযোগ সড়ক থেকে যশোর-খুলনা মহাসড়কে ওঠার জন্য রেলক্রসিংটি পার হচ্ছিল ট্রাকটি। তখন ট্রেনের সাথে ওই ট্রাকের সংঘর্ষ হয়।

“সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় সহকারীসহ ট্রাক চালক গুরুতর আহত হন।

“আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ট্রাক চালক আনিসুর রহমান গাজী (৪০) মারা যান।

হেলপার সাইফুল ইসলামকে (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হেয়েছে বলে জানান তিনি।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, নিহত ট্রাক চালক আনিসুরের লাশ প্রথমে অভয়নগর থানায় আনা হয়। এরপর যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর খুলনার সাথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।