আশুলিয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে এক নারীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক নারীর ফলের মার্কেট দখল করতে না পেরে তাকে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2020, 02:55 PM
Updated : 5 Feb 2020, 02:55 PM

আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভুঁইয়ার বিরুদ্ধে এই অভিযোগে থানায় জিডি হয়েছে।

আশুলিয়া থানার এসআই মিরাজুল ইসলাম বলেন, বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার এই ফলের মার্কেটের মালিক মাকসুদা আক্তার মাসুর ভাই বুধবার এই জিডি করেন।

জিডিতে অভিযোগ করা হয়েছে, মাকসুদার ফলের মার্কেট দখলের পায়তারা করছেন যুবলীগ নেতা মঈনুল। মাকসুদা বুধবার মার্কেটে গেলে মঈনুল তার লোকজন নিয়ে মার্কেট ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। তখন মাকসুদা প্রতিবাদ করলে তারা তাকে রড দিয়ে পিটিয়ে ডান হাত ও পা ভেঙে দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

মার্কেট দখলচেষ্টার অভিযোগে এর আগে মাকসুদা মঈনুলের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা করেন। পুলিশ তাকে গ্রেপ্তারও করে। জামিনে বের হয়ে মঈনুল আবার হুমকি-ধমকি দেন বলে মাকসুদার অভিযোগ।

এ ব্যাপারে জানার জন্য মঈনুলের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি।

এসআই মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মার্কেট মালিক মাকসুদার ভাই থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।