দিনাজপুরে শিশু হত্যার দায়ে ৫ জনের ফাঁসির রায়

দিনাজপুরে মুক্তিপণের জন্য অপহরণের পর শিশু হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2020, 11:14 AM
Updated : 5 Feb 2020, 01:48 PM

দিনাজপুরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ বুধবার বিকালে পাঁচ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করেছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার ঘোড়াঘাট উপজেলার কাদিরনগর গ্রামের জিল্লুর রহমান, তার ভাই জুয়েল ইসলাম, একই গ্রামের মামুনুর রশিদ মামুন, ফিরোজ কবির ও বুলেট মিয়া। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় ছিলেন।

ওই আদালতের এপিপি মেহবুব হাসান লিটন চৌধুরী মামলার নথির বরাতে বলেন, ২০১৫ সালের ১১ নভেম্বর পরশ সাহা নামে চার বছরের এক শিশুকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। পরে তারা শিশুটিকে হত্যা করে।

অপহরণের পরদিন গ্রেপ্তার কয়েকজন আসামির স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ লাশ উদ্ধার করে। পরশ ঘোড়াঘাট উপজেলার কাদিরনগর গ্রামের কেশব সাহার ছেলে।

হত্যার ঘটনায় কেশব সাহা ঘোড়াঘাট থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধের অভিযোগপত্র দেয়।

এপিপি মেহবুব বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত পাঁচ আসামিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দিয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় ছয়জনকে খালাস দেওয়া হয়।