পুলিশের জন্য সাড়ে ৬৫ হাজার ডলারে ৬টি ঘোড়া

বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ হচ্ছে ভারত থেকে ৬৫ হাজার ৪০০ মার্কিন ডলার মূল্যে আনা ছয়টি ঘোড়া।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2020, 05:21 AM
Updated : 5 Feb 2020, 06:22 AM

বুধবার ঘোড়াগুলো ঢাকায় পৌঁছানোর উদ্দেশ্যে আগের রাতে ভারতীয় হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে বেনাপোল স্থলবন্দরে আনা হয়েছে ঘোড়াগুলো বলে জানিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান 'মহাসিন ব্রাদার্সের' ব্যবস্থাপক এনামুল হক।

"এর মধ্যে চারটি মাদি ও দু্ইটি মদ্দা ঘোড়া রয়েছে। বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহৃত ঘোড়ার পাল বৃদ্ধির জন্য এসব ঘোড়া আমদানি করা হয়েছে।"

এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ পুলিশের নামে ভারতের দিল্লির গুরগাও হরিয়ানা থেকে কেনা ঘোড়াগুলোর রপ্তানিকারক পশ্চিমবঙ্গের বারাসাতের  'বিধাতা সাপ্লাইয়ারস।‘

৬৫ হাজার ৪০০ মার্কিন ডলার আমদানি মূল্যের ঘোড়াগুলো রাতেই খালাশ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।