কুষ্টিয়া সীমান্তে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের  গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 07:37 PM
Updated : 4 Feb 2020, 07:38 PM

গাজী (৩২) নামে ওই ওই কৃষক বিএসএফের  তত্বাবধানে ভারতে চিকিৎসাধীন বলে স্থানীয়রা বিজিবিকে জানিয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, পায়ে গুলি লেগে গাজী ভারতে চিকিৎসাধীন বলে তারা জানতে পেরেছেন।

“ঘটনার সুরাহা করতে বিএসএফ’র সাথে যোগাযোগ চলছে,” বলেন তিনি।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকার গুলিবিদ্ধ হন নিয়ামত আলীর ছেলে গাজী।

তখন কৃষক গাজী, রুবেল ও সাহাবুল ১৫৭/২(এস) সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশ সীমানায় তাদের জমিতে ফসল কাটছিলেন। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গাজী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হলে অন্য দুজন দৌড়ে পালিয়ে আসেন, ততক্ষণে বিএসএফ  সদস্যরা এসে গাজীকে নিয়ে যায়।

খবর শুনে তা বিজিবিকে জানান রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল।