নোয়াখালীর ৬টি পুরাকীর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

নোয়াখালীর বিভিন্ন স্থানে পাওয়া ছয়টি পুরাকীর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 12:15 PM
Updated : 4 Feb 2020, 03:47 PM

মঙ্গলবার জেলা প্রশাসক তন্ময় দাস নিজ কার্যালয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে এসব পুরাকীর্তি হস্তান্তর করেন।

জেলা প্রশাসক জানান, হস্তান্তর করা পুরাকীর্তিগুলোর মধ্যে রয়েছে- শেরশাহ’র আমলের দুটি তলোয়ার, ব্রিটিশ আমলের চার ফুট উচ্চতার একটি সীমানা পিলার, পাল আমলে কষ্টি পাথরে তৈরি একটি মূর্তি ও সাড়ে ৬২ কেজি ওজনের শিব বিগ্রহের ভাঙা দুটি অংশ।

“জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় মাটির নিচে পাওয়া এসব পুরাকীর্তি এতদিন জেলা ট্রেজারিতে রক্ষিত ছিল।”

বিকালেই এসব প্রত্নতাত্ত্বিক সামগ্রী কুমিল্লার ময়নামতি জাদুঘরে নিয়ে যাওয়া হয়।

জেলা প্রশাসকের কাছ থেকে পুরাকীর্তিগুলো বুঝে নেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মো. আতাউর রহমান, কুমিল্লার ময়নামতি জাদুঘরের কাস্টডিয়ান মো. হাফিজুর রহমান ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত গবেষণা সহকারী মো. ওমর ফারুক।

আতাউর রহমান সাংবাদিকদের বলেন, এসব পুরাকীর্তি নোয়াখালী অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যের পরিচয় বহন করছে। “পুরাকীর্তিগুলো আপাতত কুমিল্লার ময়নামতি জাদুঘরে সংরক্ষণ করা হবে।”

নোয়াখালী অঞ্চলের পুরাকীর্তিগুলো সংগ্রহ ও সংরক্ষণের জন্য এখানে একটি জাদুঘরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।