চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে কৃষি অফিসের কর্মকর্তার মৃত্যু

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 11:57 AM
Updated : 4 Feb 2020, 11:57 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় চাঁদপুর শহরের মিশন রোড রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুভাষ চন্দ্র মজুমদার (৬৫) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার এলাকার মহিন্দ্র চন্দ্র মজুমদারের ছেলে। চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের ক্যাশিয়ারের চাকরির সুবাদে পরিবার নিয়ে শহরের বিপণীবাগে ভাড়া বাসায় থাকতেন তিনি।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি মো. সরওয়ার জানান, মঙ্গলবার দুপুরে তিনি মিশন রোডের রেলগেইটের পশ্চিম পাশে রেললাইনের উপর বসা ছিলেন। ওই সময় লাকসাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে রেলওয়ে থানার ওসি জানান, সুভাষ চন্দ্র অসুস্থ ছিলেন।

নিহতের ছেলে অর্ক মজুমদার বলেন, “আমার বাবা কৃষি অফিসে চাকরি করতেন। তিনি দীর্ঘদিন ধরে  হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

চাঁদপুর সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নুরে আলম বলেন, নিহত সুভাষ চন্দ্র মজুমদারের শরীরের বিভিন্ন স্থানে ট্রেনের ধাক্কার আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পাই।

মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।