মেহেরপুরে সিসি ক্যামেরায় ধরা পড়ল ১০ মিনিট বেশি পরীক্ষা নেওয়ার চিত্র

নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ১০ মিনিট পরীক্ষা নেওয়ায় মেহেরপুরের দুই শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 10:47 AM
Updated : 4 Feb 2020, 10:48 AM

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার জানান, সোমবার বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন গাংনী উপজেলার রাইপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ২০৪ নম্বর কক্ষে এই অনিয়ম হয়।

শিক্ষা কর্মকর্তা বলেন, পরীক্ষার নির্ধরিত সময় শেষ হওয়ার ১০ মিনিটি পরও পরীক্ষা চলতে দেখা গেছে সিসিটিভি ক্যামেরায়। তদন্ত করে কাজে গাফিলতি প্রমাণিত হওয়ায় দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়।

দুই শিক্ষক হলেন গাংনী ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজ্জেল হোসেন ও বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলারা রহমান।

এছাড়া কেন্দ্র সচিব ও ওই স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান বলেন, এ বছর এ উপজেলার সব পরীক্ষা কেন্দ্রেকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এতে সব অনিয়ম সহজে প্রতিরোধ করা যাবে বলে আশা করা হচ্ছে। এ উপজেলায় এ বছর ১৩টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরীক্ষা হচ্ছে। এসব পরীক্ষায় অংশ নিচ্ছে চার হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী।