ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বাস খাদে, আহত ১৫

ঢাকার ধামরাই উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 08:16 AM
Updated : 4 Feb 2020, 08:16 AM

আহত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছেন। আহতদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও কয়েকজন শিক্ষক ও অভিভাবক রয়েছেন।

পুলিশের কাওলিপাড়া বাজার তদন্তকেন্দ্রের পরিদর্শক রাসেল মোল্লা জানান, একটি বাস আশুলিয়ার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ জন পরীক্ষার্থীসহ কয়েকজন শিক্ষক ও অভিভাবক নিয়ে ধামরাইয়ের কুশুরিয়া আব্বাস আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। পথে বাটুলিয়া এলাকায় বাসের সামনের ডান পাশের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান।

এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল হক জানান, দুর্ঘটনায় আহত ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা সবাই পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে বেশি আহত তিনজনের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় আদালা করে নেওয়া হচ্ছে।