রাজশাহীতে সিআইডির ফরেনসিক ল্যাব, মামলায় গতির আশা আইজিপির

রাজশাহীতে সিআইডির ফরেনসিক ল্যাব উদ্বোধন করতে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, এতে মামলার দীর্ঘ প্রক্রিয়া কিছুটা হলেও কমে যাবে। দ্রুত গুরুত্বপূর্ণ মামলাগুলো সমাধান হবে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 12:52 PM
Updated : 3 Feb 2020, 12:52 PM

সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ লাইনে দেশের তৃতীয় সিআইডির ফরেনসিক ল্যাব উদ্বোধনকালে আইজিপি জানান, এখানে উত্তরবঙ্গের দুই বিভাগের সব মামলার পরীক্ষা করা হবে এই ল্যাবে।

“এখান থেকেই মৃতের সংগ্রহ করা ভিসেরা রিপোর্ট প্রদান করা হবে।”

ঢাকা ও চট্টগ্রামের পর রাজশাহীতে সিআইডির এ ল্যাব স্থাপন হল।

সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, আরমপির অতিরিক্ত কমিশনার সালমা বেগম, রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ প্রমূখ।

ফরেনসিক ল্যাব উদ্বোধনের আগে রাজশাহী জেলা পুলিশের অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইজিপি। এরপর মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে গণকবর ও স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।