জুটমিলের জায়গা দখলের মামলা, আসামি যুবলীগ নেতা

খুলনা নগরীতে একটি পাটকলের জায়গা দখল করে ভাড়া খাটানোর অভিযোগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 12:45 PM
Updated : 3 Feb 2020, 12:47 PM

রোববার খুলনা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন অ্যাজাক্স জুট মিলের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান কাওসার জামান বাবলা।

মামলার আইনজীবী এনামুল হক গাজী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার আসামি সাজ্জাদুর রহমান লিঙ্কন যুবলীগের খুলনা মহানগরের খানজাহান আলী থানা কমিটির আহ্বায়ক এবং খুলনা জেলা পরিষদের সদস্য।

মামলায় জমি জবর দখল ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলেও এনামুল হক গাজী জানান।

মামলার আবেদনে বলা হয়েছে, সাজ্জাদুর রহমান লিঙ্কন অ্যাজাক্স জুটমিলের জায়গা দখলে নিয়ে বিভিন্ন সার ব্যবসায়ীদের ভাড়া দিয়েছেন। একদিকে মিলের জমি দখলে নিয়ে ভাড়া দেওয়া এবং অন্যদিকে সারের প্রতিক্রিয়ায় মিলের কল-কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মামলার বাদী অ্যাজাক্স জুট মিলের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান কাওসার জামান বাবলা বলেন, ইতিমধ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, খুলনার জেলা প্রশাসক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার খুলনাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

অগ্রগতি না হওয়ায় আদালতে মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

মহানগর যুবলীগ আহবায়ক শফিকুর রহমান পলাশ বলেন, তারা লিঙ্কনের মিল দখল বা মামলার কথা জানেন না। যুবলীগের যে কেউ কোনো অন্যায় করলে তার দায় যুবলীগ নেবে না।