সুনামগঞ্জে ভুয়া প্রশ্নফাঁস চক্রের সদস্য নবম শ্রেণির ছাত্র আটক

সুনামগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। 

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 11:47 AM
Updated : 3 Feb 2020, 07:10 PM

রোববার রাত ১২টা ১০ মিনিটে সুনামগঞ্জ পৌর এলাকার মধ্য আরপিননগর থেকে তাকে আটক করেছে র‍্যাব।

আটক কিশোর (১৮) সুনামগঞ্জ পৌর এলাকার মধ্য আরপিন নগরের বাসিন্দা এবং সরকারি এক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-৯ র‌্যাব এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অপরাধে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

‘এ সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিজ্ঞাপনের ১১টি স্ক্রিনশট, মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়।’

সে ফেইসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করতে এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ করে আসছে এবং কিছু ভুয়া প্রশ্ন বিক্রি করে বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনও করেছে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, “র‍্যাব আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে, এখ‌নো কোন মামলা দা‌য়ের হয়‌নি।”