এসএসসি: ভোলায় দুই শিক্ষককে সাজা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনই ভোলায় দুই শিক্ষককে সাজা দেওয়া হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 10:54 AM
Updated : 3 Feb 2020, 10:54 AM

সোমবার জেলার লালমোহন গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ সাজা দেওয়া হয়।

এবার ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করে। সোমবার সকালে দেশের সাড়ে তিন হাজার কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন ভোলার পাঙ্গাসিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. লোকমান হোসেন ও কক্ষ পরিদর্শককে গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ছালাউদ্দিন।

লালমোহন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, বিনা অনুমোতিতে লালমোহন গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকে শিক্ষার্থীদের বলে দেওয়ায় সহকারী শিক্ষক মো. লোকমান হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মোবাইল ফোন আনার দায়ে গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের কক্ষ পরিদর্শক মো. ছালাউদ্দিনকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বেশ কয়েক বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বেকায়দায় পড়ে কর্তৃপক্ষ। এসব ঠেকাতে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। এর মধ্যে শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের সচিবের ছবি তোলা যায় না এমন একটি মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি রয়েছে। অন্য কারো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশের নিয়ম নাই।

এছাড়া, প্রশ্নফাঁস এড়াতে কেন্দ্রে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে প্রশ্নের সেটকোড জানানো হচ্ছে। গতবারের মত এবারও পরীক্ষার্থীদের কেন্দ্রে আধা ঘণ্টা আগে প্রবেশের বাধ্যবাধকতা রয়েছে।

জেলা শিক্ষা অফিস জানিয়েছে, মাধ্যমিক পর্যায়ের এ পরীক্ষার প্রথম দিনে ভোলা জেলায় ২১ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ হাজার ৫৭২ জন অংশ নেন। এসএসসি পরীক্ষায় ৭৩ জন, দাখিল পরীক্ষায় ১৪৩ জন ও ভোকেশনাল পরীক্ষায় ২২ জন মোট ২৩৮ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।