সিরাজগঞ্জে দুই ‘অস্ত্র মামলার আসামিসহ’ ৪ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে অস্ত্র মামলার দুই আসামিকে তাদের আরও দুই সহযোগীসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 08:46 AM
Updated : 3 Feb 2020, 08:58 AM

উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে তালগাছি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান জানান।

এরা হলেন- বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের সোরহাব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫১), একই গ্রামের খবির প্রামাণিকের ছেলে আসাদুল ইসলাম (৩২), আজুগড়া গ্রামের জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (৩৫)  ও দেওয়ানতলা বেতিলচর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)।

পুলিশ জানায়, তাদের মধ্যে শহীদুল ও আসাদুলের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে৷ এছাড়াও শহীদুল একটি মামলায় ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে সে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। বাকিরা তাদের সহযোগী।

ওসি বলেন, “গোপন খবরে ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চার অস্ত্র বিক্রেতাকে আটক এবং তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।”