বগুড়ায় দুই দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ায় পৃথক মোটর সাইকেল দুর্ঘটনায় এক এইচ এস সি শিক্ষার্থীসহ তিনজনের প্রাণ গেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 07:10 AM
Updated : 3 Feb 2020, 07:39 AM

জেলার শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন সরকার বলেন, মোকামতলা থেকে দুই জন মোটর সাইকেলে করে মহাস্থানে যাচ্ছিল।

পথে ঢাকা-রংপুর মহাসড়কের মালাহার এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়।

“এতে মোটর সাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই নিহত হন।”

এরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার দেওনাই সাহাপুরের রফিকুলের ছেলে এনজিও কর্মী হানজেলা (২২) ও মোকামতলার মুরাদপুর গ্রামের খায়রুলের ছেলে এইচ এস সি পরীক্ষার্থী রনি (১৬)।

এছাড়া শাজাহানপুরে ট্রাক চাপায় রবিন (২৪) নামের আরেক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শাজাহানপুর থানার ওসি নাজিম উদ্দিন বলেন, সকালে উপজেলার কামারপাড়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনায় নিহত রবিন শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চ্গাইর গ্রামের মামুন মিয়ার ছেলে।তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

দুর্ঘটনার পর চালক ট্রাকসহ পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।