নওগাঁয় লুডু খেলার বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

নওগাঁয় মোবাইলে লুডু খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2020, 05:14 PM
Updated : 2 Feb 2020, 05:14 PM

রোববার সকালে ছুরিকাঘাত করা হয়; বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়।

নিহত মাহমুদ হাসান মন্ডল (২২) সদর উপজেলার চকবাড়িয়া মহল্লার ওসমান আলী মন্ডলের ছেলে।

সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, শরিবার রাত ৯টার দিকে শহরের চকবাড়িয়া মহল্লার দর্গাতলায় গানের অনুষ্ঠান হচ্ছিল। সেখানে মাহমুদ হাসান তার মোবাইল ফোনে সহপাঠীদের সঙ্গে লুডু খেলছিলেন।

“এ সময় একই মহল্লার সোহেলসহ কয়েকজন তাকে লুডু খেলতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।”

ওসি বলেন, রোববার সকাল ১০টার দিকে সিও অফিস থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বাজারের পাশে চকবাড়িয়া সড়কে মাহমুদ হাসানকে  ছুরিকাঘাত করে সোহেল। পরে স্থানীয়রা তাকে নওগাঁ সদর হাসপাতালে নেন।

“মাহমুদ হাসানের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। সেখানে বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।”

ওসি সোহরাওয়ার্দী জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।