চাঁপাইনবাবগঞ্জে জাল রুপিসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় জাল মুদ্রাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

চাঁপাইনবাবঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2020, 09:35 AM
Updated : 2 Feb 2020, 09:35 AM

রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, উপজেলার কানসাট এলাকা ও এরাদত বিশ্বাসটোলা গ্রামে অভিযান চালিয়ে আগের রাত ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাইলিংমোড়-কালুপুরের শাহাবুদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম, এরাদত বিশ্বাসটোলা গ্রামের তোসলিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন ও মাইনুল ইসলাম, ও কানসাট বিশ্বনাথপুরের মো. সরফুর ছেলে আনোয়ার হোসেন ওরফে বাবু।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “গোপন খবরে প্রথমে কানসাট এলাকায় অভিযান চালিয়ে এক লাখ জাল রুপিসহ সাদেকুল ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

“পরে তাদের দেওয়া তথ্যে এরাদত বিশ্বাসটোলা গ্রামে জামাল ও মাইনুলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তিন লাখ ৬ হাজার জাল রুপি ও জাল রুপি তৈরির সরঞ্জাম উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করা হয়।”