শাহ আহমদ শফী পড়লেন মঞ্চ ভেঙে

নারায়ণগঞ্জে এক মাহফিলে এসে মঞ্চ ভেঙে পড়ে গেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2020, 03:03 PM
Updated : 1 Feb 2020, 03:24 PM

শনিবার বিকালে নগরীর মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী মহাসম্মেলনে এ ঘটনা ঘটে।

ঈদগাহ ময়দানের দক্ষিণ দিকে বাঁশ দিয়ে এই মঞ্চ তৈরি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশ শুরুর পর মঞ্চে অধিক লোক উঠতে শুরু করে। সাড়ে ৪টার দিকে অধিক লোকের কারণে মঞ্চটি ভেঙে পড়ে।

এ সময় মঞ্চের পেছনে থাকা ডিসপ্লের এলইডি টিভি পড়ে ভেঙে যায়।

মঞ্চ ও মঞ্চের সামনে অবস্থানরত লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও তা অল্প সময়ের মধ্যে সামলে নিয়ে সমাবেশ চালিয়ে যান আয়োজকরা।

আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত, বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে।

সমাবেশে আল্লামা শাহ আহমদ শফী সরকারের কাছে আহমদিয়াদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন।

আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর সভাপতি মাওলানা আবদুল কাদিরের সভাপতিত্বে এই মাহফিলে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমী, হেফাজেত ইসলামের জেলা সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।