কেরানীগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগে ৭ পুলিশ বরখাস্ত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের এক ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2020, 05:58 PM
Updated : 31 Jan 2020, 05:58 PM

শুক্রবার তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম।

এর আগের দিন মো. সোহেল নামের ওই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী ঢাকা জেলার পুলিশ সুপারের কাছে ওই সাত পুলিশ সদস্যর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন-ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সৈয়দ মাহমুদুল হাসান, এএসআই ফরহাদ আলী, কনস্টেবল রাজীব চন্দ্র সরকার, আবদুল জব্বার, মোজাম্মেল হক, আবু রাসেল ও সুমন মিয়া।

ব্যবসায়ী সোহেল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরাবাগে পরিবার নিয়ে বাস করেন এবং ফুটপাতে কাপড় বিক্রি করেন।

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়ীর লিখিত অভিযোগের পর পুলিশ সুপার ওই দিনই তাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। ওই সাত পুলিশ সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আসায় তদন্তের নিরপেক্ষতার স্বার্থে তাদের বরখাস্ত করা হয়েছে।”

ব্যবসায়ীকে ক্রসফায়ার ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের বিষয়টি এখনও স্পস্ট নয় উল্লেখ করে তিনি বলেন, তবে তদন্ত চলছে। তদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে।

“আমি দুই তিনদিন পর আপনাকে বিস্তারিত জানাতে পারব।”