সাতক্ষীরায় এসএসসির প্রশ্ন ফাঁসের চক্রান্তে যুবক আটক

সাতক্ষীরায় ফেইসবুকের মাধ্যমে ‘এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্রান্তের’ অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2020, 01:02 PM
Updated : 31 Jan 2020, 01:02 PM

শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের চালতেতলার সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আটক বিল্লাল হোসেন (২০) তালুকদার চালতেতলা বাগানবাড়ির মো. গিয়াসউদ্দিনের ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক বজলুর রশীদ জানান, ‘বিল্লাল অর্থের বিনিময়ে ফেইসবুক আইডি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করার চক্রান্ত করছে’ এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যানিকেতন স্কুলের সামনে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য বিল্লাল হোসেন তালুকদারকে আটক করেন।

জিজ্ঞাবাসাদে তার ব্যবহৃত ফেইসবুক আইডির মাধ্যমে ফাঁসকৃত প্রশ্ন সংক্রান্ত বিভিন্ন মেসেজ পাওয়া গেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী এসব কর্মকাণ্ডে ব্যবহৃত সিম, পেনড্রাইভসহ কিছু ডিভাইস উদ্ধার করাও হয়েছে বলে জানান তিনি।

বিল্লাল আসন্ন ২০২০ সালের এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য বলছে র‌্যাব।