কিশোরগঞ্জের শহীদি মসজিদের খতিব আনোয়ার শাহর দাফন সম্পন্ন

কিশোরগঞ্জের শহীদি মসজিদের খতিব আযহার আলী আনোয়ার শাহর দাফন সম্পন্ন হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2020, 03:18 PM
Updated : 30 Jan 2020, 03:18 PM

বৃহস্পতিবার শোলাকিয়া ময়দানে জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজা ও দাফন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শহরের ব্যবসায়ীরা দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে।

আনোয়ার শাহর আল হাইয়াতুল উলাইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মহাপরিচালক, জেলার ইমাম-উলামা পরিষদের সভাপতি ছিলেন।

কর্ম জীবনের শুরুতে সিলেটের হজরত শাহজালাল দর্গা মসজিদের খতিবও ছিলেন।

গত ১০ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যান তিনি। সেখানে চিকিৎসা নিয়ে ১৪ ডিসেম্বর দেশে ফেরেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বলে জানান তার স্বজনরা।

৭৪ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।