চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২২ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় দুইজনকে ২২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ্ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2020, 11:14 AM
Updated : 30 Jan 2020, 11:14 AM

বৃহস্পতিবার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় দেন।

রায়ে এ দুই দণ্ডিতের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন রাজশাহী নগরীর মতিহারের চর কাজলা মহল্লার আবু তারেকের ছেলে মো. মাসুদ (৩৬) ও জেলার চারঘাট উপজেলার সিংগল গ্রামের মৃত বিচ্ছাদ সরদারের ছেলে মো. মোস্তফা কামাল (৩২)। মোস্তফা কামাল পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ২৩ এপ্রিল শিবগঞ্জ থানা পুলিশ কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে ভোর সোয়া ৫টার দিকে একটি ট্রাকে অভিযান চালিয়ে চারটি পিস্তল, আটটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি ও ৭৩১ বোতল ফেন্সিডিলসহ মো. মাসুদ ও মোস্তফা কামালক আটক করে।

এ ঘটনায় এসআই মো. গোলাম রসুল বাদী হয়ে মাসুদ ও মোস্তফা কামালসহ সাতজনকে আসামি করে শিবগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূরে আলম সিদ্দিকী ২০১৬ সালের ৩০ জুন সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আইনজীবী আঞ্জুমান আরা জানান, পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এরা হলেন মো. জামিল, মো. আতিক, মো. রবু, মো. সাহু ও সোহেল রানা।