দিনাজপুরে ৩টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে দিনাজপুরের নবাবগঞ্জে তিনটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 03:34 PM
Updated : 29 Jan 2020, 03:34 PM

বুধবার বিকালে নবাবগঞ্জ উপজেলার আরএআর ব্রিকস, আরএমএ ব্রিকস এবং এএসএম ব্রিকস এ তিন ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দিনাজপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সময় অবৈধ এ তিন ইটভাটায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে চুল্লি বন্ধ করে দেয় এবং কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে।

“পাশাপাশি ওই তিন ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।”

নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি ছাড়াও এ সময় উপন্থিত ছিলেন বন বিভাগের চরকাই রেঞ্জের রেঞ্জার নিশিকান্ত মালাকার এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।