ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ময়মনসিংহে বাসচাপায় এক অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 08:46 AM
Updated : 29 Jan 2020, 09:15 AM

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডৌহাখলা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার উজান কাশিয়ার গ্রামের ছাহারা বানু (৬২), লাল মিয়া (৫০), লাল মিয়ার মা রাবেয়া খাতুন (৭৫) ও সুতিরপাড় গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫৫)।

ওসি বোরহান বলেন, সকালে তারা বাড়ি থেকে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করার জন্য গৌরীপুর উপজেলা পরিষদে যাচ্ছিলেন। পথে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এম কে সুপার নামে একটি বাস বিপরীত দিক থেকে চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

ওসি বোরহান বলেন, দুর্ঘটনায় এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হন। তার বয়স আনুমানিক ৬৫ বছর। এছাড়া পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে আরও তিনজন মারা যান।