কেরাণীগঞ্জে গাড়ির জাল সনদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় গাড়ির জাল সনদ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 07:28 AM
Updated : 29 Jan 2020, 07:28 AM

মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব ১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জের মো. আব্দুর রহমানের ছেলে ফয়সাল আহম্মেদ (২২), একই উপজেলার রণজিৎ চন্দ্র কর্মকারের ছেলে কার্তিক চন্দ্র কর্মকার (২৪) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ইসমাইল খানের ছেলে মো. ইমন খান (২৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় ড্রাইভিং লাইন্সেস ও গাড়ির বিভিন্ন ধরনের জাল সনদ তৈরি করে দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাদের কাছ থেকে ড্রাইভিং লাইন্সেস আবেদন ফরম, মেডিকেল সার্টিফিকেট ফরম, ইনস্যুরেন্স সার্টিফিকেট, কম্পিউটার প্রিন্টার, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, সিল, চারটি মোবাইল ফোন ও ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার সবাই একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় প্রতারণা ও জালিয়াতি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।