ঠাকুরগাঁওয়ে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের হাতে বাবা খুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 08:49 AM
Updated : 28 Jan 2020, 08:49 AM

উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামের বাসা থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে সাইফুল ইসলামের (৪০) লাশ উদ্ধার করা হয় বলে বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান।  

নিহত সাইফুল ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। 

ঘটনার পর থেকে সাইফুলের ছেলে রাসেল রানা (২২) পলাতক রয়েছেন।

পুলিশ বলছে, রাসেল ‘মানসিক ভারসাম্যহীন’ বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছে।

নিহতের পরিবারের বরাতে ওসি হাসিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতের খাবার খেয়ে সাইফুল তার স্ত্রী শহিদা বেগম ও ছেলে রাসেল ঘুমাতে যান।

“এরপর গভীর রাতে রাসেল কোদাল দিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাবার মুখে কুপিয়ে জখম করে; এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।”

পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।   

নিহত সাইফুল ইসলামের স্ত্রী শহিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটি  দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। অল্পতেই সে রেগে গিয়ে মানুষ জনকে মারধর করে। সে তার বাবাকে হত্যা করবে এটা কল্পনাও করতে পারিনি “

ওসি বলেন, “নিহতের মুখে কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে, প্রচুর রক্তক্ষরণের কারণে সাইফুলের মৃত্যু হয়েছে।”

ঘটনাস্থল থেকে কোদালটি উদ্ধার করা হয়েছে এবং রাসেলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে পুলিশ জানায়।