কর্মকর্তাকে কুপিয়ে গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই

গাজীপুরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে হামলাকারীরা প্রতিষ্ঠানটির অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 12:45 PM
Updated : 27 Jan 2020, 12:45 PM

শ্রীপুর উপজেলার দক্ষিণ বারতোপায় সোমবার এ ঘটনা ঘটে বলে গ্রামীণ ব্যাংক মাওনা শাখার ব্যবস্থাপক সাবিনা ইসলাম জানান।  

ওই শাখার দ্বিতীয় কর্মকর্তা আব্দুল মান্নানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়েছে বলেও জানান সাবিনা।

সাবিনা ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের সমিতির সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মোটরসাইকেলে মাওনা শাখায় ফিরছিলেন আব্দুল মান্নান।

“পথে দক্ষিণ বারতোপায় পৌঁছলে কয়েকজন ব্যক্তি তাকে থামতে বলে। তিনি মোটরসাইকেলের গতি কমালে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে আব্দুল মান্নানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান। তার মাথায় গভীর ক্ষত হয়েছে।”

সাবিনা বলেন, হামলাকারীরা তার কাছে থাকা ৬০/৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। ওই সময় মান্নানের সঙ্গে আর কেউ ছিল না।

আব্দুল মান্নান গত বছরের জুলাইয়ে এ শাখায় যোগদান করেছেন বলে জানান সাবিনা।

এ ঘটনায় কোনো জিডি বা মামলা করা হয়নি; ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই ব্যাংক কর্মকর্তা।

গ্রামীন ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনা অবগত নন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী।