ধর্ষণের পর হত্যা: রাজশাহীতে ২ জনের প্রাণদণ্ড

রাজশাহীতে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 09:38 AM
Updated : 27 Jan 2020, 10:48 AM

সোমবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইবুনাল-১ এর বিচারক মনসুর আলম সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- নগরের শাহমুাখদুম থানার পাকুড়িয়া উত্তরপাড়র বানু মণ্ডলের ছেলে সাইদুর ওরফে জ্যাক ও তার সহযোগী একই গ্রামের হাছেনের ছেলে রানা। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

প্রাণদণ্ডের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২৩ অগাস্ট দুপুরে মাঝিগ্রাম থেকে ফুপুর বাড়ি পাকুড়িয়া যাওয়ার পথে স্বপ্না খাতুন বেলীকে (১০) তুলে নিয়ে যায় সাইদুর ও তার সহযোগী রানা।

পরে স্বপ্নাকে ধর্ষণের পর হত্যা করে স্থানীয় আম বাগানে ফেলে রাখে যায় তারা।

এ ঘটনায় স্বপ্নার বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে নগরের শাহ মখদুম থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।