রাজশাহীতে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি, অস্ত্র উদ্ধার

রাজশাহীর চারঘাট উপজেলায় এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলির পর থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 09:25 AM
Updated : 27 Jan 2020, 09:28 AM

উপজেলার সাহাপুর সীমান্ত এলাকায় রোববার রাত ১১টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান।

তবে এত হতাহতের কোনো ঘটেনি বলে জানান তিনি।

বিজিবির অধিনায়ক জিয়াউদ্দিন বলেন, সাহাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে অস্ত্র প্রবেশের খবরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেয়।

“পরে অস্ত্র চোরাকারবারিরা চালান নিয়ে দেশে প্রবেশের সময় বিজিবির অবস্থান টের পেয়ে গুলি ছোড়ে।

এ সময় বিজিবির সদস্যরাও চোরাকারবারিদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে।”

এক পর্যায়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জিয়াউদ্দিন জানান।