কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, একজনের প্রাণদণ্ড

কুষ্টিয়া শহরে লিটন নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 08:56 AM
Updated : 27 Jan 2020, 08:56 AM

সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত লিটন (৩২) কুষ্টিয়া শহরের আড়য়াপাড়া এলাকার শহীদ লিয়াকত হোসেন সড়কের দেলোয়ার হোসেনের ছেলে।

মামলার বরাতে বলা হয়, ২০১৬ সালের ২০ জুন রাতে আড়য়াপাড়া এলাকায় ৩ নম্বর স্কুল সংলগ্ন একটি পোশাকের দোকানের কর্মচারী ইয়াছির আরাফাত লাল্টুকে ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করেন লিটন।

পরদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাল্টুর মৃত্যু হয়।

এ ঘটনায় লাল্টুর বাবা খন্দকার সামসুল আলম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিটনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ১৯ অক্টোবর লিটনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু করে আদালত।