নোয়াখালীতে পুলিশ সদস্যের ছেলেকে ‘পুকুরে ফেলে হত্যা’

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক পুলিশ সদস্যের তিন মাসের ছেলেকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 06:07 AM
Updated : 27 Jan 2020, 06:32 AM

সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, উপজেলা সদরের বিন্নাগনি এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত তুর্জয় সরকার সেনবাগ থানার পুলিশ কনস্টেবল সুমন সরকারের ছেলে।

সুমন এ মামলার বাদী বলে পুলিশ জানায়। 

মামলার বরাতে ওসি মিজানুর বলেন, সুমন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সদরের বিন্নাগনি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। রোববার সন্ধ্যায় কর্মস্থল থেকে ফিরে তিনি বাসায় ঘুমাচ্ছিলেন। এ সময় তার স্ত্রী পাশের ঘরে তাদের তিন মাস দশ দিন বয়সী ছেলেকে দোলনায় রেখে টয়লেটে যান। এ সময় ঘরের দড়জা খোলা ছিল।

টয়লেট থেকে ফিরে সুমনের স্ত্রী ছেলেকে দোলনায় দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করেন। পরে বিষয়টি সুমনকে জানানো হলে তিনিও বিভিন্ন জায়গায় ছেলেকে খোঁজাখঁজি করেন। কিন্তু কোনো সন্ধান মেলেনি।

এক পর্যায়ে বাসা থেকে ৩৫-৪০ গজ দূরে একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান ওসি।

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।