নারায়ণগঞ্জে ‘ছুরিকাঘাতে’ আহত কভার্ডভ্যান চালকের সহকারীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক কভার্ডভ্যান চালকের সহকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 10:22 AM
Updated : 26 Jan 2020, 10:22 AM

রোববার ভোরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম জানান।
নিহত মো. সাগর (৩০) ঝিনাইদহ জেলার সবিতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এ ঘটনায় কভার্ডভ্যানের চালক ও তার আরেক সহকারী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

প্রতীকী ছবি

আহতদের বরাতে পরিদর্শক শরীফুল বলেন, মালবোঝাই কভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে নরসিংদী যাচ্ছিল। পথে উপজেলার আষাড়িয়ার চর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ডভ্যানটি ছিনতাইকারীদের কবলে পড়ে।

“এ সময় ছিনতাইকারীরা কভার্ডভ্যান চালক ও তার দুই সহকারীর কাছ থেকে মালামাল, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় সাগরের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ছিনতারাকারীরা তাকে ছুরিকাঘাত করে।”

পরে সাগরকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নেওয়া হয় বলে জানান শরীফুল।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতার মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।