গাজীপুরে আগুনে পুড়ল বস্তার গুদাম, চা দোকান

গাজীপুরের শ্রীপুরে একটি বস্তার গুদাম ও একটি চায়ের দোকানে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 06:13 AM
Updated : 26 Jan 2020, 06:17 AM

রোববার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা বাজার এলাকায় চায়ের দোকানে এবং শনিবার রাত তিনটার দিকে গভীর রাতে কেওয়া পশ্চিমখণ্ড প্রশিকা মোড়ে বস্তার গুদামে এ অগ্নিকাণ্ড হয়।  

তবে এতে কেউ হতাহত হয়নি বলে শ্রীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন জানান।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, মাওনা বাজার এলাকায় বাচ্চু মিয়ার চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“কিন্তু ততক্ষণে দোকানের ভেতর থাকা মালামাল পুড়ে যায়।”

এছাড়া প্রশিকামোড় এলাকায় সানোয়ার হোসেন সানুর মালিকানাধীন একটি বস্তার গুদামের আগুন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে জানান মামুন।

তিনি বলেন, “আগুনে গুদামে থাকা বস্তা ভস্মীভূত হয়ে গেছে।তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”