ফেনীতে শ্রমিকের পায়ুতে বাতাস ঢোকানোর অভিযোগ

ফেনীতে উচ্চচাপের বায়ুপ্রবাহের যন্ত্র দিয়ে পায়ুতে তীব্রবেগে বাতাস ঢোকানোয় গুরুত্ব অসুস্থ হয়ে পড়েছে এক শ্রমিক।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2020, 01:51 PM
Updated : 25 Jan 2020, 01:51 PM

শনিবার দুপুরে সদর উপজেলার কাশিমপুর এলাকায় স্টার লাইন ফুড প্রোডাক্টস্ লিমিটেডের কারখানার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপর এক শ্রমিককে আটক করেছে পুলিশ।

পায়ুতে বাতাস দেওয়ায় অসুস্থ এক বেকারির শ্রমিক মো. মামুনকে (২১) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি নোয়াখালীর সুবর্ণচরের উত্তর বাগধারা গ্রামের জাভেদ মিয়ার ছেলে।

আটক দেলেয়ার হোসেন (২০) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার গোলাড়া গ্রামের এনায়েত উল্যাহ ছেলে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, “পায়ুপথে বাতাস দেওয়ার ঘটনা স্পর্শকাতর হওয়ায় অভিযুক্ত দেলোয়ারকে আটক করা হয়েছে।

“নির্যাতিত শ্রমিকের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।”

শ্রমিকদের উদ্ধৃত করে সাজেদুল জানান, সদর উপজেলার কাশিমপুর এলাকায় স্টার লাইন ফুড প্রোডাক্টস্ লিমিটেডের কারখানায় শনিবার দুপুরে শ্রমিক দোলোয়ার হোসেন জোর করে অপর শ্রমিক মামুনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে মামুনের শারীরিক অবস্থার অবনতি হলে দেলোয়ার মামুনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) মোহাম্মদ মোশারফ হোসেন জানান, প্রেশার দিয়ে মামুনের পায়ুপথে বাতাস দেওয়ায় তার মলদ্বার ছিঁড়ে গিয়েছে। এতে মামুনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন জানান, কারখানায় এক শ্রমিক আহত হওয়ার বিষয়টি শুনেছি।

“বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

গত কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় উচ্চচাপে বাতাস প্রবাহের যন্ত্র দিয়ে পায়ুতে তীব্রবেগে বাতাস দেওয়ায় মৃত্যুর ঘটনা ঘটার নজির রয়েছে।