নীলফামারীতে ব্রা‏হ্মণ সংসদের প্রথম কমিটি গঠিত

নীলফামারীতে প্রথমবারের মত বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 01:29 PM
Updated : 24 Jan 2020, 01:29 PM

শুক্রবার শহরের কেন্দ্রীয় কালিবাড়ি চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রা‏হ্মণ সংসদের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব উপাধ্যক্ষ উদয় শংকর চক্রবর্তী।

প্রথম অধিবেশন শেষে সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে শ্যামল চক্রবর্তীকে সভাপতি ও দীপক চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের দ্বি-বার্ষিক জেলা কমিটি ঘোষণা করেন সংগঠনের যুগ্মমহাসিচব।

বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের সংগঠন এই ব্রাহ্মণ সংসদ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দীলিপ চক্রবর্তীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন-সংগঠনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রণব মুখার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, ব্রা‏হ্মণ সংসদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সনিুল কুমার চক্রবর্তী, নীলফামারী ছত্রশাল উচ্চ বিদ্যালয়েলয়ের শিক্ষক পরেশ চন্দ্র চক্রবর্র্তী।