ফরিদপুরের ভাঙ্গায় রেলওয়ে স্টেশন উদ্বোধন

ফরিদপুরের ভাঙ্গায় নবনির্মিত রেল স্টেশন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 01:11 PM
Updated : 24 Jan 2020, 01:11 PM

শুক্রবার সকালে ভাঙ্গায় রেলওয়ে স্টেশন উদ্বোধনের সময় রেলমন্ত্রী বলেন, আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা রেল চলাচল উদ্বোধন করবেন।

“এর মাধ্যমে এ অঞ্চলের যোগাযোগ পথে একটি বৈপ্লবিক অধ্যায়ের সূচনা হবে।”

প্রধানমন্ত্রীর বাংলাদেশকে ইউরোপের মত এগিয়ে নেওয়ার ইচ্ছা কথা উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ভাঙ্গাকেও আমরা ইউরোপের মত আধুনিকায়ন করে গড়ে তুলব।

ভাঙ্গা থেকে কুয়াকাটা ও পায়রাবন্দর পর্যন্ত বর্ধিত আরেকটি রেললাইন স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি।

“আমরা চাচ্ছি, ২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করতে।

ভাঙ্গা থেকে মাওয়া হয়ে ঢাকা পর্যন্ত রেল চলাচল করতে পারে সে বিষয়ে কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরে রেলমন্ত্রী একটি মোটরট্রলিতে চড়ে ভাঙ্গা রেলস্টেশন থেকে ফরিদপুর স্টেশন পর্যন্ত রেলপথ পরিদর্শন করেন। এ সময় রেলমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে রেল মন্ত্রণালয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মাসুদুর রহমান।

এছাড়া রেলমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার গাজি রবিউল ইসলাম, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ প্রমুখ ভাঙ্গা রেলস্টেশনে উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৪ সালের জুলাই মাসে ফরিদপুর থেকে রাজবাড়ি ট্রেন চলাচল শুরু হয়। সম্প্রতি ফরিদপুর হতে ভাঙ্গা পর্যন্ত ৩০ কিলোমিটার রেল চালুর উদ্যোগ নেয় সরকার।