পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগিং’, ১৫ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

র‌্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 06:27 AM
Updated : 24 Jan 2020, 06:27 AM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র সামন্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ১৫ শিক্ষার্থী গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল ১-এ কয়েকজন ছাত্রকে র‌্যাগ করেন বলে অভিযোগ ওঠে। তদন্তে তারা দোষী সাব্যস্ত হন। পরদিন শৃঙ্খলা বোর্ডের ৩৭তম সভায় তাদের সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

এই শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন কৃষি অনুষদের ছয়জন, বিএএম অনুষদের চারজন, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের দুইজন এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের তিনজন।