রাজশাহীতে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

রাজশাহীর বাগমারায় চাঁদাবাজির অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে তার ছোটভাইসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2020, 01:57 PM
Updated : 23 Jan 2020, 02:13 PM

বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। আগের রাত ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তার বাড়ি থেকে তার ছোট ভাইসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তার ছোট ভাই রফিকুল ইসলাম রফিক।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, উপজেলার হলুদঘর গ্রামের সাবের আলী নামের এক ব্যক্তির করা চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

“ওই এলাকায় বিল দখল নিয়ে লুৎফর রহমান ও জাবের আলী নামের দুইজনের নেতৃত্বে দুইটি পক্ষ তৈরি হয়। দুই পক্ষ মাঝে মধ্যে পাল্টাপাল্টি হামলা ও নির্যাতনসহ চাঁদাবাজির ঘটনা ঘটে। এদে এলাকার শান্তি শৃংখলা বিগ্নিত হয়।

“এছাড়াও দুই পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে। ফলে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে দুইদিন আগে জাবের আলী ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এর পর লুৎফর ও তার ভাইকে গ্রেপ্তার করা হল।”