গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একীভূতকরণে ভিন্নমতে ইটিই-ইইই

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইটিইকে টিপল-ই বিভাগের সঙ্গে একীভূতকরণ নিয়ে বিভাগ দুটি বিপরীতমুখী অবস্থান নিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2020, 01:31 PM
Updated : 23 Jan 2020, 01:32 PM

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের (ইটিই) শিক্ষার্থীরা।

এই দাবিতে ৯০ দিন নানা কর্মসূচি পালনের পর তারা গত ১৯ জানুয়ারি থেকে আমরণ অনশন করছেন।  

এদিকে, বৃহস্পতিবার ইইই বিভাগের শিক্ষার্থীরা একীভূত না করার দাবিতে সংবাদ সম্মেলন করে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিভাগ একীভূতকরণের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, প্রতিবাদ মিছিল ও রেজিস্ট্রার দপ্তরে স্মারকলিপি দিয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে ইইই বিভাগের শিক্ষার্থীরা ইটিই বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক বলে দাবি করছেন।

এদিকে, ইটিই বিভাগের আমরণ অনশনরত শিক্ষার্থীরা জানান, আমরণ অনশনে তাদের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. শাহজাহান বলেন, বিষয়টি সমাধানে ইতিমধ্যে ১৬ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।